খাদ্যে ভেজাল রোধে লিগ্যাল নোটিশ

Food খাদ্যরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খাদ্যে ভেজাল রোধে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মোট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, র‌্যাবের ডিজি ও ছয় সচিবসহ সংশ্লিষ্ট ১১ জনের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে খাদ্যে ভেজাল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

লিগ্যাল অ্যাকশন বাংলাদেশের পক্ষে রোববার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সায়েদ মহিদুল কবির ডাক ও রেজিস্ট্রারযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলে এবিসি নিউজ বিডিকে নিশ্চিত করেছেন।

নোটিশে বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, শিল্প সচিব, আইন সচিব, বিএসটিআইয়ের ব্যাবস্থাপনা পরিচালক ও পরিচালক, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের (ডিজি) মহাপরিচালক এবং (ডিএমপি) পুলিশ কমিশনারকে খাদ্যে ভেজাল রোধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

১০ মে ‘সাবধান সব খাবারে ভেজাল’ শীর্ষক একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে নোটিশে বলা হয়েছে, খাদ্যে ভেজাল থাকার কারণে সাধারণ মানুষের জীবন ক্ষতির সম্মুখীন হতে পারে। সুতরাং প্রচলিত আইনের অধীনে খাদ্যে ভেজাল রোধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হোক।

নোটিশে খাদ্যজাত পণ্য নিরাপদ রাখতে প্রতিটি জেলা ও মেট্রোপলিটন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করতেও অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত পদক্ষেপসমূহের অগ্রগতি প্রতিবেদন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে।

অন্যথায় জনস্বার্থে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে নোটিশ প্রেরণকারী আইনজীবী বলেন, ‘নোটিশ পাঠানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না করলে হাইকোর্টে এ সংক্রান্ত একটি রিট দায়ের করা হবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ