১৫ জুন বার্গম্যানের আদালত অবমাননার ব্যাখ্যা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ সঠিক কিনা ব্লগে এমন আপত্তিকর মন্তব্য করায় বিদেশি সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা আগামী ১৫ জুন দিতে বলেছেন ট্রাইব্যুনাল।
গত ১৭ এপ্রিল বিষয়টির ওপর ব্যাখ্যা দেওয়ার জন্য ১১ মে দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। তবে সাংবাদিক ডেভিড বার্গম্যান বিদেশে রয়েছে জানিয়ে তার আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান আট সপ্তাহের সময় আবেদন করেন।
তার সময় আবেদনের প্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করে আগামী ১৫ জুন পরবর্তী শুনানির এই দিন ঠিক করেন।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে রোববার আদেশ দেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ও ব্লগে আপত্তিকর মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানকে কেন আদালত অবমাননার দায়ে শাস্তি দেওয়া হবে না তা জানতে চেয়ে দ্বিতীয় বারের মতো ব্যাখ্যা দিতে ১৭ এপ্রিল আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
বিষয়টির ওপর ইতোপূর্বে ডেভিড বার্গম্যানের দেওয়া ব্যাখায় সন্তুষ্ট নয় উল্লেখ করে এ আদেশ দেওয়া হয়। অন্যথায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ১৮ মার্চ ডেভিড বার্গম্যানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান রুলের জবাব দাখিল করেছিলেন। তবে আদালতে দাখিল করা ওই জবাবে সন্তুষ্ট নয় বলে জানায় ট্রাইব্যুনাল। তাই পূনরায় সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে লেখায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে গত ২০ ফেব্রুয়ারি আবেদন করেন আইনজীবী আবুল কালাম আজাদ। এ আবেদনের প্রেক্ষিতে ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা দিতে রুল জারি করে আদেশ দেন ট্রাইব্যুনাল।
বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘দি নিউএজ’র বিশেষ প্রতিনিধি।