কোমল পানীয়ে বিষ দিয়ে শিশু হত্যায় সৎ মা গ্রেপ্তার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক বছরের শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে সৎ মাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে নিশ্চিন্তবাড়িয়া গ্রামে মারা যায় আসাদ মুন্সীর মেয়ে আফসানা খাতুন (১)।
খোকসা থানার ওসি মো. আলি নেওয়াজ জানান, রাতেই কাজলী খাতুন (২৩), তার দুই বান্ধবী তৃষ্ণা (২০) ও মুনিরাকে (২১) গ্রেপ্তার করা হয়।
শিশুটির বাবা আসাদ মুন্সী তার দুই স্ত্রী কাজলী খাতুন (২৩) ও সীমা খাতুনকে (২০) নিয়ে একই এলাকায় পৃথক বাড়িতে বসবাস করেন।
আসাদ মুন্সী জানান, ছোট স্ত্রী সীমার ঘরে দুটি সন্তান রয়েছে তার। এদের মধ্যে মৃত আফসানা একজন। আরেক সন্তান শামীমের বয়স আড়াই বছর।
তিনি বলেন, শনিবার দুপুরের কাজলী তার দুই বান্ধবীর হাত দিয়ে দুটি কোমল পানীয়ের বোতল সীমার বাড়িতে পাঠায়। সীমা ওই পানীয় তার দুই সন্তানকে খাওয়ানোর পর নিজেও পান করেন।
এক পর্যায়ে আফসানা বমি করতে থাকে। তাকে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। পরে সীমা ও শামীমও অসুস্থ হয়ে পড়লে তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়। আফসানার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আলি নেওয়াজ বলেন, নিহত শিশুর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে রাতেই পুলিশ ওই তিন জনকে গ্রেপ্তার করে।