মুম্বাইয়ে ১৫ বছর বয়সী মেয়েদের গর্ভপাত !
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এক বছরে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে ১শ’রও বেশি ১৫ বছর বয়সী মেয়ে গর্ভপাত করিয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে তথ্য অধিকার আইন প্রয়োগ করে পাওয়া গেছে এ তথ্য।
এতে আরো জানা গেছে, ২০১৩-১৪ সালে প্রায় ৩০ হাজার মহিলা সরকারি ও বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে গর্ভপাত করিয়েছেন। এদের মধ্যে ১০০ জনেরও বেশি রয়েছেন যাদের বয়স ১৫ বছর বা তার কম। আরও প্রায় ৯০০ জন এমন রয়েছেন যাদের বয়স ১৬ থেকে ১৯-এর মধ্যে।
সরকারি হাসপাতালের এক চিকিৎসক জানান, অল্প বয়সে বিয়ের ঘটনা তো রয়েছে, তবে কম বয়সে গর্ভপাতের মূল কারণ সাধারণত অবৈধ সম্পর্ক বা অনিচ্ছাকৃত যৌন সম্পর্ক।
২০১২ সালে প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনও মেয়ে যদি গর্ভবতী হন, তাদের ধর্ষিতা হিসেবে গণ্য করতে হবে। এ ক্ষেত্রে পুলিশকে জানানোও বাধ্যতামূলক।
তবে বেশির ভাগ ক্ষেত্রেই তা মানা হয় না। কারণ, কম বয়সি মেয়েরা সিংহভাগ সময়ই অনিচ্ছাকৃত যৌনসম্পর্কের জেরে গর্ভপাত করাতে বাধ্য হয়। তাই অভিভাবকরা সামাজিক কলঙ্কের ভয়ে পুলিশের কাছে যান না।