দুদকের ২ উপপরিচালক বাধ্যতামূলক অবসরে

dudokসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিতর্কিত দুই উপপরিচালক মো. আহসান আলী ও মো. শফিকুর ইসলামকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের ০৩/২০১৪ নম্বর সভায় দুর্নীতি দমন কমিশনের দুই উপপরিচালকের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের বাধ্যতামূলক অবসর প্রদানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। তবে তারা বিধিমোতাবেক অবসরজনিত সুবিধাদি পাবেন।

উপপরিচালক দুজন হলেন- দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আহসান আলী ও পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শফিকুর ইসলাম।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ