৯৭৩ গাড়ির বিরুদ্ধে মামলা

Car গাড়িসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশে অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলে রাজধানীতে প্রাইভেট গাড়িতে কালো বা অস্বচ্ছ গ্লাস ব্যবহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা জারির আদেশ না মানায় প্রথম দিনের অভিযানে ৯৭৩টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ১০৬টি গাড়ি আটক করে করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান মামলা এবং গাড়ি আটক করে বলে এবিসি নিউজ বিডিকে নিশ্চিত করেছেন ডিএমপির (মিডিয়া) অতিারিক্ত উপ কমিশনার মো. সাইদুর রহমান।

তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রচার-প্রচারণা সত্ত্বেও যেসব গাড়ির মালিকরা সেটি অমান্য করেছেন তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ৯৭৩টি গাড়ির বিপরীতে মামলা এবং ১০৬টি গাড়িকে আটক রেকার দিয়ে সংশ্লিষ্ট থানায় নেয়া হয়।

উল্লেখ্য, দেশে অপহরণসহ বিভিন্ন ধরণের অপরাধ সংঘটনে অপরাধীরা কালো/রঙিন/মার্কারি/অস্বচ্ছ গ্লাসযুক্ত গাড়ি ব্যবহার করায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের পক্ষে গাড়ির ভেতরের লোকজন অথবা পরিবহনকৃত বস্তু শনাক্ত করা, গাড়ি ব্যবহারকারী অপরাধীদের গতিবিধির উপর নজর রাখা এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণে সমস্যার সৃষ্টি হওয়ায় মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ (১৯৮৮ সালের ২৭ নং আইন দ্বারা সংশোধিত) এর ৫৩ ধারায় ক্ষমতাবলে এবং আমদানি ও রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০ এর ৩ ধারা মতে ২৭ মার্চ ২০০৬ খ্রি. তারিখে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এসআরও নং ৫৪-আইন/২০০৬, অনুসরণে গত ৩০ এপ্রিল, ২০১৪ খ্রি. তারিখে মাইক্রোবাসে কালো/রঙিন/মার্কারি/অস্বচ্ছ গ্লাস ব্যবহার নিষিদ্ধ করা হয়।

তবে যেসব গাড়ির সামনের উইন্ডশিল্ড, দুই পার্শ্বের জানালা ও পিছনের কাঁচ ফ্যাক্টরিতে নির্মিত অবস্থায় সংযোজিত (বিল্ট-ইন) সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। বিল্ট-ইন ছাড়া সকল গাড়ির জানালায় আলাদাভাবে লাগানো রঙিন/ কালো/মার্কারি/টিনটেড/অস্বচ্ছ ফিল্ম/পলিথিন/প্লাস্টিক জাতীয় কৃত্রিম আবরণ ১০ মের মধ্যে অপসারণ করার জন্য আগেই নির্দেশ জারি করা হয়েছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ