ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ফুটবল ম্যাচে হট্টোগোলকে কেন্দ্র করে কঙ্গোর রাজধানী কিংসাসায় পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
উত্তেজিত জনতার ওপরে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লে ভীত হয়ে দর্শকরা ছোটছুটি করতে থাকলে এ হতাহতের ঘটনা ঘটে।
কঙ্গোর স্থানীয় সময় রোববার রাতে এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, স্থানীয় এএসভি ক্লাব খেলায় ১-০ গোলে হেরে যাওয়ায় এর সমর্থকরা হট্টগোল শুরু করে। এতে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে তাদের শান্ত করার চেষ্টা করে। এসময় দর্শকরা ভীত হয়ে ছোটাছুটি করলে ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়।
এর আগে, গত মাসে একটি গানের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল।