আঙ্গুল ফুলে কলাগাছ অজিতের
স্পোর্টস রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ একেবারেই সাধারণ পরিবারের ছেলে অজিত চান্দিলা। তবে আইপিএল ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ বানিয়ে দিয়েছে তাকে। স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতারের পর ফরিদবাদে অজিতের বাড়ি তল্লাশি করতে যায় দিল্লি পুলিশ। সেখানে দামি ব্র্যান্ডের উপহার সামগ্রী দেখে তাদেরও চক্ষু চড়কগাছ। যার মাধ্যমে এই অন্ধকার জগতে আসা সেই অমিত সিং বিভিন্ন সময় দামি ঘড়ি আর প্রসাধনী উপহার দিয়েছিল রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটারকে। অজিত নিজের টাকাতেই কিনেছিলেন ডেনিমের দুটি প্যান্ট যার প্রত্যেকটার দাম আড়াই লাখ রুপি!
স্পট ফিক্সিংয়ে গ্রেফতার হওয়া তিন ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধের ইঙ্গিতই এতদিন দিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে রোববার সংবাদ সম্মেলনে হতাশই করেছেন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন। স্পট ফিক্সিং রুখতে ব্যর্থ হওয়ার ব্যাপারটা স্বীকারই করে নিলেন তিনি।
তিনি বলেছেন, ‘ম্যাচ ফিক্সিং নিয়ে পুলিশের মত নজরদারি করা বিসিসিআইয়ের পক্ষে সম্ভব নয়।’
চেন্নাইয়ে বসা বোর্ডের ওয়ার্কিং কমিটির সভায় এই ঘটনার সুষ্ঠ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে প্রতিটি দলে দূর্নীতি দমন শাখা রাখারও। শ্রীশান্থসহ তিন ক্রিকেটারের বিপক্ষে অভিযোগ প্রমাণিত হলেই কেবল নিষেধাজ্ঞার পথে হাঁটবে তারা। বিসিসিআই কঠোর না হলেও অবশ্য এরই মধ্যে তিন ক্রিকেটারের বিপক্ষে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস।
তিন ক্রিকেটারের বিপক্ষে পুলিশি জেরা চলছে এখনও। তাতে তারা নাকি স্বীকার করেছেন অত্যাধিক নারী সঙ্গই তাদের পতনের কারণ! সুন্দরী মেয়েদের টোপ হিসেবে ব্যবহার করে তাদের সঙ্গে করা অনৈতিক কাজের ভিডিও করে রেখেছিলেন বুকিরা। ম্যাচ পাতানোয় রাজী না হলে সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকিও দিয়ে রেখেছিল তারা।