সেতু কর্তৃপক্ষ আইন, ২০১৪ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

Cabinet মন্ত্রীসভাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন, ২০১৪ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি বিদ্যমান আইনের পরিমার্জিত রূপ। ১৫০০ মিটারে বেশি দৈর্ঘ্যের সেতু নির্মাণ করবে সেতু বিভাগ।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার ওই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৮৫ সালে যমুনা মাল্টিপারপাস ব্রিজ অডিন্যান্স জারি হওয়ার পর ১৯৯৬,১৯৯৮ এবং ২০০৯ সালে সংশোধন করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপট পর্যালোচনা করে হালনাগাদ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৯৮ সালের আইনে সেতু কর্তৃপক্ষের কার্যাবলী সম্প্রসারণ হয়েছিল। ১৫০০ মিটারের বেশি সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব যমুনা সেতু কর্তৃপক্ষের। ২০০৯ সালের সংশোধনীতে যমুনা মাল্টিপারপাস ব্রিজ অথরিটি পরিবর্তন করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ করা হয়েছিল।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন, ২০১৪ অনুযায়ী কর্র্র্তৃপক্ষের একটি বোর্ড থাকবে। এই বোর্ডের চেয়ারম্যান থাকবেন যোগাযোগমন্ত্রী। এছাড়া সেতু বিভাগের নির্বাহী পরিচালকই বোর্ডের নির্বাহী পরিচালক থাকবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ