কর্মবিরতির ঘোষণা চিকিৎসকদের
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে এক ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)
ওইদিন বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালনের পাশাপাশি ঢাকার শাহবাগ মোড়ে মানববন্ধন কর্মসূচিও পালন করবে সংগঠনটি।
সোমবার বিএমএ ভবনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব ইকবাল আর্সলান।
তবে চিকিৎসকদের কর্মবিরতি চলাকালে সব হাসপাতালে জরুরি সেবা চালু থাকবে বলে জানান এই চিকিৎসক নেতা।
এছাড়া প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বিষেশজ্ঞ চিকিৎসকরা তাদের ব্যক্তিগত চেম্বারে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো রোগী দেখবেন না বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
ইকবাল আর্সলান বলেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলা, নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে এই কর্মসূচি দেয়া হয়েছে ।
“এ পর্যন্ত এ ধরনের ২২টি হামলার ঘটনা ঘটেছে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসকরা মিথ্যা মামলার শিকার হয়েছেন।”
সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে গত শনিবার রাতে চানখারপুল এলাকায় হামলার শিকার হন কয়েকজন চিকিৎসক।
এ ঘটনার প্রতিবাদে ঢাকা মেডিকেলের চিকিৎসকদের কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসা সেবা অচল হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএমএর এই কর্মসূচি ঘোষণার পর হাসপাতালের চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করবেন।
ইকবাল আর্সলান বলেন, “ঢাকা মেডিকেলের চিকিৎসকদের তাদের নিজস্ব কর্মসূচি প্রত্যাহার করে আমাদের কর্মসূচি পালন করতে হবে।”
তিনি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টিকারী চিকিৎসকদের সঙ্গে আমরা নেই।”