ছাত্রদল নেতা খুন, গণপিটুনিতে ঘাতক নিহত

Bagerhat বাগেরহাটরিপোর্টার, এবিসি নিউজ বিডি, বাগেরহাটঃ বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছাত্রদল নেতা শেখ আবুল কালাম আজাদ (৩০)। অন্যদিকে স্থানীয়দের পিটুনিতে নিহত হয়েছে রাজিব হাওলাদার নামে এক ঘাতক।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার গেমরতা ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম গেমরতা ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন। তিনি এলাকার বিষ্ণুপুর গ্রামের আবদুল আজিজ শেখের ছেলে। নিহত ঘাতক রাজিব হাওলাদার একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে পূর্ব শত্রুতার জের ধরে আবুল কালামের সঙ্গে রাজিব হাওলাদার ও মামুন শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আবুল কালামকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ দিকে স্থানীয়রা ঘেরাও করে দুই ঘাতককে গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলে রাজিব হাওলাদার মারা যান। অপর ঘাতক মামুন শেখকে পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

বাগেরহাটের এএসপি জাহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ছাত্রদল নেতা আবুল কালাম হত্যার প্রতিবাদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ