ঢামেকে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীরা ভোগান্তিতে

DMC ঢাকা মেডিক্যাল কলেজসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তিন সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

কর্মবিরতির দ্বিতীয় দিন সোমবার সকাল সোয়া ১১টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা ঢামেকের বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন। এ সময় টিকিট কাউন্টারেও তালা ঝুলিয়ে দেন তারা।

এ সময় পেশাগত দায়িত্ব পালনের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল-২৪ এর সাংবাদিক মো. শুভ্রকে ইন্টার্ন চিকিৎসকরা মারধর করেন।

ঢামেক হাসপাতালের দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার আবদুল খালেক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে অনারারি মেডিকেল অফিসাররা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করছে। এ মানববন্ধনে অধ্যাপকরাও যোগ দিয়েছেন।

রাজধানীর চানখাঁরপুল এলাকায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এর প্রতিবাদে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেন তারা। তবে জরুরি বিভাগসহ হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলবে বললেও সকালে তা বন্ধ করে দেয়া হয়।

হামলার ঘটনায় রবিবার দুপুরে ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ