দুদকের মামলায় সাবেক সচিবসহ ৩ জন কারাগারে

jail জেলরিপোর্টার, এবিসি নিউজ বিডি, পটুয়াখালীঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক সচিবসহ তিনজনকে পটুয়াখালী কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক বিমল চন্দ্র শিকদার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই তিনজন হলেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলাউল হক, অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুল মান্নান ও পটুয়াখালী সিভিল সার্জন অফিসের সাবেক হিসাব রক্ষক আবদুল আউয়াল।

আদালত সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি পটুয়াখালী সিভিল সার্জন অফিসের মালপত্র ক্রয় সংক্রান্ত একটি দরপত্র জালিয়াতির ঘটনায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন তৎকালীন পটুয়াখালী দুদক অফিসের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ।

মামলায় তৎকালীন পটুয়াখালীর সিভিল সার্জন মো. সোহরাব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বর্তমান উপ-সচিব আলাউল হক, অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুল মান্নান, পটুয়াখালী সিভিল সার্জন অফিসের সাবেক হিসাব রক্ষক আবদুল আউয়ালসহ ছয়জনকে আসামি করা হয়। এ ছয়জন ওই দরপত্রের ৩৯ লাখ ৬৫ হাজার ১১৮ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলার অন্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ