তিন র‌্যাব কর্মকর্তা গ্রেফতারের প্রক্রিয়া নজরদারীতে

asadujjaman khan kamal আসাদুজ্জামান খান কামালসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়নগঞ্জের প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সেনা ও নৌবাহিনী থেকে চাকুরিচ্যুত তিন র‌্যাব কর্মকর্তা আইন শৃংখলা বাহিনীর নজরদারীতে আছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

সোমবার বিকেলে আইন শৃংখলা পরিস্থিতি ও জঙ্গিবাদ দমনের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শৈষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রনালয় কাজ করছে। অভিযুক্ত র‌্যাবের সাবেক কর্মকর্তা চাকরিচ্যুত লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে, কমান্ডার এস এম রানাকে নজরদারীতে রাখা হয়েছে।

গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হলে আসাদুজ্জামান খান কামাল বলেন, তাদের তিন জন কেউ গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

‘নুর হোসেন ভারত পালিয়ে গেছে’ র‌্যাবের একজন কর্মকর্তার একটি পত্রিকায় দেওয়া এমন সাক্ষাৎকারের প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, র‌্যাবের কেউ যখন বলেছেন, তখন তারা নিশ্চিত হয়েই বলেছেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ নির্মূল করা প্রসঙ্গে আমরা আজ বৈঠকে মিলিত হয়েছিলাম। জঙ্গিরা মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে। হুমকি ধামকি দেয়। তাদের অর্থলগ্নী প্রসঙ্গে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। কয়েকটি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জঙ্গিদের অর্থলগ্নী করার প্রাথমিক অভিযোগ পাওয় গেছে। এ বিষয়ে আমরা তদন্ত করে আগামী বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করবো।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ