বুধবার সারাদেশে চিকিৎসকদের ১ ঘণ্টার কর্মবিরতি

BMA বিএমএরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হামলার প্রতিবাদে  এক ঘণ্টার কর্মবিরতিসহ ৪ দফা কর্মসূচি ঘোষণা করেছে চিকিৎকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশে একযোগে এ কর্মসূচি চলবে।

সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব ডা. ইকবাল আর্সলান।

ডা. ইকবাল আর্সলান জানান, দেশব্যাপী চিকিৎসক নির্যাতনের প্রতিবাদে ৪ দফা কর্মসূচি পালন করবে বিএমএ। কর্মসূচিগুলো হলো- ১৪ মে সব চিকিৎসা প্রতিষ্ঠানে কালোব্যাজ ধারণ, ওই দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাজধানীর শাহবাগ চত্বরে মানববন্ধন এবং মানববন্ধন চলাকালে দেশব্যাপী চিকিৎসকদের এক ঘণ্টার কর্মবিরতি। এর সঙ্গে ‘আগামী ১৫ মে সব বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাইভেট চেম্বারে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। তবে এসব কর্মসূচি চলাকালীন হাসপাতালের জরুরি সেবা চালু থাকবে বলেও জানান ডা. ইকবাল।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি ডা. মাহমুদ হাসান, সহ-সভাপতি অধ্যাপক কামরুল হাসান খান, যুগ্ম-মহাসচিব এমএ আজিজ প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ