বিয়েটা বুঝি হল না!
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিয়ের কার্ড ছাপা শেষ। ২ জুন সাতপাকে বাঁধা পড়ার কথা অঙ্কিতের। কিন্তু বিয়ে হবে কি করে? খোদ অঙ্কিতই যে বাঁধা পড়েছেন পুলিশের জালে। স্পট ফিক্সিং কেলেংকারিতে রয়েছেন জেলে। অপরাধ প্রমাণিত হলে হতে পারে ৭ বছরের জেলও। তাই ২ জুন বিয়েটা বানচাল হওয়ার জোগাড় রাজস্থান রয়্যালসের ক্রিকেটার অঙ্কিতের।
আগামী সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা শ্রীশান্থের। তবে জিনিউজ জানিয়েছে শ্রীশান্থের হবু বউয়ের পরিবার মত বদল করেছে এরই মধ্যে। শ্রীশান্থের মতো ‘প্রতারক’-এর কাছে নাকি মেয়ে দিতে রাজী নয় তারা। তবে শ্রীশান্থের পরিবারের এক সদস্য টাইমস অব ইন্ডিয়ার কাছে অস্বীকার করেছে ব্যাপারটা, ‘শ্রীশান্থের বিয়ের একটা সম্বন্ধ এসেছিল। আমরা মেয়ে দেখে এসেছি। ওর নাম বলছি না তবে মেয়েটা কেরেলার নয়। বিয়ের ব্যাপারে আমরা পাকা কথা বলিনি। এখন কি হবে বলা কঠিন।’
এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খুলছে স্পট ফিক্সিং কেলেংকারির নতুন নতুন উপাখ্যান। দিল্লি পুলিশের ভাষ্য, কলকাতা-রাজস্থানের ম্যাচেও নাকি স্পট ফিক্সিংয়ের চুক্তি হয়েছিল। তবে সেই ম্যাচের সেরা একাদশে সুযোগ হয়নি গ্রেফতার হওয়া তিন ক্রিকেটারের। তারপরও ম্যাচের ভিডিও ফুটেজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে পুলিশ। এখন তারা ব্যস্ত ফিক্সিংয়ের টাকা উদ্ধারে। এজন্য আসবে কলকাতাতেও।
এরই মধ্যে আবার জব্দ করা হয়েছে শ্রীশান্থের ল্যাপটপ ও মোবাইল। তাতে নাম পাওয়া গেছে কয়েকজন বুকির। পাওয়া গেছে গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য। সেসব নিয়ে আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এর আগে গ্রেফতার হওয়া তিন ক্রিকেটারকে আবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাতে নতুন কোন তথ্য বেরিয়ে এসেছে কিনা জানা যায়নি এখনও।