অপহৃত ছাত্রীদের ভিডিও প্রকাশ

Naijeriya নাইজেরিয়াআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নাইজেরিয়া অপহৃত স্কুলছাত্রীদের একটি ভিডিও প্রকাশ করেছে বোকো হারাম। গত মাসে অপহরণ করা ১শ’ স্কুলছাত্রীর ভিডিওটি সোমবার প্রকাশ করেছে উগ্রপন্থী সংগঠনটি।

বোকো হারামের নেতা আবুবাকার শেইকাউ বলেছেন, জেলে আটক সব বোকো হারাম সদস্যকে মুক্তি না দেয়া পর্যন্ত ছাত্রীদের মুক্তি দেয়া হবে না।

ওই সব ছাত্রীকে ইসলাম ধর্মে দিক্ষিত করে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রকাশিত ভিডিওটিতে ছাত্রীদেরকে নামাজ আদায়রত অবস্থায় দেখানো হয়েছে।

গত মাসে বোর্নো প্রদেশের চিবুক সরকারি স্কুল থেকে ২শ’ ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় বোকো হারাম। পরে তাদেরকে বিক্রি করে দেয়ার হুমকি দেয় তারা।

মিডিয়ার খবরে বলা হচ্ছে, ভিডিও প্রকাশ ও নিজেদের নেতাদের মুক্তির দাবি জানিয়ে আলোচনা ও দরকষাকষি করতে চায় পশ্চিমা শিক্ষাবিরোধী বোকো হারাম।

ফরাসি বার্তা সংস্থা এএফপির পাওয়া ১৭ মিনিটের ভিডিওটিতে দেখা যায় তিনজন ছাত্রী কথা বলছেন। তাদের শরীর পুরো পর্দায় আবৃত।

এতে দেখা যায় দুই ছাত্রী বলছে তারা খ্রিস্টান ছিল। তাদেরকে মুসলিম বানানো হয়েছে। অন্য ছাত্রী নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিয়েছেন।

সংবদাদাতারা বলছেন, ছাত্রীরা ভালো আছেন। তারা জানাচ্ছেন তাদের কোন ধরনের ক্ষতি করা হয়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ