গুম, খুন, হত্যার দায় এড়াতে পারে না সরকার : খালেদা জিয়া

Khaleda zia খালেদা জিয়াসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ গুম, খুন, হত্যার দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ‘অবিলম্বে কাউন্সিলরসহ সাতজন হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জবাসীকে আন্দোলনে নামার আহ্বান জানানো হবে।’

মঙ্গলবার সিদ্ধিরগঞ্জে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অবসরে যাওয়া তিন র্যা ব কর্মকর্তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তাদের গ্রেফতার করলেই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।’

নিহতদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘এর পরিণতি ভাল হবে না।’

এর আগে দুপুর ১২টা ৫মিনিটে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মৌচাক মাদ্রাসা রোডের বুকসগার্ডেনের নজরুলের ফ্ল্যাটে পৌঁছান খালেদা জিয়া। সেখানে তিনি নজরুলের পরিবারের সদস্যদের সমবেদনা ও সহমর্মিতা জানান।

এখানেই নিহত তাজুল, স্বপন, লিটন ও জাহাঙ্গীরের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। পরে তিনি নিহত আইনজীবী চন্দন সরকারের বাসায় যাবেন। সেখানে চন্দন সরকারের গাড়িচালকের পরিবারের সদস্যদেরও সমাবেদনা জানাবেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি বদরুজ্জামান খসরু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সিদ্দিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক আবদুল হাই রাজু প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ