এশিয়ার বৃহৎ বটগাছ পরিদর্শনে করেন মজিনা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঝিনাইদহঃ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুরে এশিয়ার বৃহৎ বটগাছ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে তার সফর সঙ্গীসহ ঐতিহ্যবাহী এই বটগাছটি পরিদর্শনে আসেন তিনি।
তাকে স্বাগত জানান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. এরাদুল হক, কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন, নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক লিটনসহ শত শত সাধারণ মানুষ।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বটগাছ পরিদর্শনকালে উপস্থিত জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যম কর্মী এবং উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশর মানুষ সব সময় ঐতিহ্যবাহী। এদেশের মানুষ উদ্যমী, পরিশ্রমী, সাহসী ও ধৈর্য্যশীল। তারা এসব গুণ পেয়েছে সৃষ্টিকর্তার কাছ থেকে। আমি সে সব মানুষকে দেখেছি যারা সোনার বাংলা গড়ে তুলছেন। আমার দৃষ্টিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি এদেশের মানুষের সাথে যত মিশেছি ততই মুগ্ধ হয়েছি।