শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলার ওপর জোর দিতে হবে : শিক্ষামন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সুস্থ্য সবল ও পরিপূর্ণ মানুষ গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধূলার গুরুত্ব অপরিসীম। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলার ওপর জোর দিতে হবে। আজ মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) আয়োজিত ৪৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনূষ্ঠানে প্রধান অতিথির শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বক্তৃতায় একথা বলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব ড. মোহাম্মদ সাদিক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তসলিমা বেগম, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আমিরুল ইসলাম, নায়েমের মহাপরিচালক প্রফেসর খান হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া সমিতির সম্পাদক ফারহানা হক প্রমুখ বক্তৃতা করেন।
শিক্ষামন্ত্রী নাহিদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। গত পাঁচ বছরে শিক্ষার ব্যবস্থাপনা, গুণগত মান, প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে নানা যুগান্তকারী উন্নয়ন ঘটেছে। শিক্ষানীতি প্রণয়ন, বিনামূল্যে প্রতিবছর ১ জানুয়ারি কোটি কোটি বই বিতরণ, শিক্ষাক্রম আধুনিকীকরণ, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করা, নির্দিষ্ট দিনে পাবলিখ পরীক্ষা শুরু করা, ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করাসহ অসংখ্য কাজ করা হয়েছে। স্বাধীনতার পর শিক্ষাখাতে এতো কাজ আর কখনো হয়নি। তিনি বলেন আমরা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বছরে দু’টি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছি। তাতে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। উপজেলা, উপাঞ্চল, অঞ্চল পার হয়ে তারা জাতীয় পর্যায়ে অংশ নেয়। তিনি শহরাঞ্চলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলার মাঠ না থাকায় দু:খ প্রকাশ করে বলেন এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে খেলার মাঠ থাকাকে প্রাধান্য দিতে হবে। যেসব প্রতিষ্ঠানে মাঠ নেই তারা যেন পাশ্ববর্তী প্রতিষ্ঠানের মাঠ ব্যবহারের সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে। তিনি আগামী শীত বা গ্রীষমকালীন ক্রীড়ায় আরো বেশি সংখ্যক শিক্ষার্থীল অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।