যশোর শহর শিবির সভাপতি নিখোঁজ

Shibir logo শিবির লোগোরিপোর্টার, এবিসি নিউজ বিডি, যশোরঃ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম মণ্ডল মঙ্গলবার ভোরে মোটরসাইকেলসহ নিখোঁজ হয়েছেন। জামায়াত নেতারা এ তথ্য নিশ্চিত করলেও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এবিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার নূরুন্নবী জানান, ফজরের নামাজ শেষে জাহিদুল ইসলাম সাংগঠনিক কাজে মোটরসাইকেল নিয়ে বাইরে বেরিয়েছিলেন। শহরতলীর চুড়ামনকাটি এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
জামায়াতের ধারণা, আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরে নিয়ে গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, ‘এবিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।
যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, ‘আমি একটি মামলায় সাক্ষ্য দিতে দু’দিন ধরে ঢাকায় আছি। যশোরের কোনো খবর আমার কাছে নেই।’
যশোর ডিবি অফিসে খবর নিয়ে জানাতে অনুরোধ করলে তিনি কিছু সময় চান। প্রায় আধা ঘণ্টা পর তিনি বলেন, ‘গতরাতে এসআই খায়েরে নেতৃত্বে ডিবির একটি টিম ডিউটিতে ছিলো। সারা রাত ডিউটি করার কারণে খায়ের এখন ঘুমাচ্ছেন। তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না।’
এসআই খায়েরের নাম্বারে কয়েকদফা চেষ্টা করেও তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ করা যায়নি।
যশোর পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের সিনিয়র এএসপি রেশমা শারমিন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশ পাঁচজন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়েছে। তারা সবাই মণিরামপুরের। সদর উপজেলায় জামায়াত-শিবিরের কাউকে গ্রেফতার করা হয়নি।’
উল্লেখ্য, জাহিদুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায়। লেখাপড়া সূত্রে তিনি যশোর শহরে অবস্থান করতেন। যশোর সরকারি মাইকেল মধুসূদন দত্ত কলেজ (এমএম কলেজ) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জাহিদুল যশোর শহীদ মসিয়ূর রহমান আইন মহাবিদ্যালয়ে এলএলবি করছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ