বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ

dhorshon ধর্ষণসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে এক তরুণীকে গণধর্ষণ করেছে কথিত প্রেমিক ও তার বন্ধুরা।
ধর্ষণের শিকার ওই তরুণী মঙ্গলবার শাহবাগ থানায় নারী ও শিশু আইনে একটি মামলা করেছেন। তবে মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তরুণীর বরাত দিয়ে শাহবাগ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আবু জাফর এবিসি নিউজ বিডিকে জানান, শরীয়তপুরের ওই তরুণী বর্তমানে রাজধানীর নাজিরাবাজারে বসবাস করছেন। ১৫ দিন আগে তার সঙ্গে নাঈম (২৭) নামে এক তরুণের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের সামনে তারা দেখা করেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে সোহরাওয়ার্দী উদ্যানের ডেকে আনেন নাঈম।
এ সময় আড্ডা আর গল্পের ছলে সময় কাটাতে থাকেন তারা। রাত ১০টার দিকে শাহীন, ইমরান, হাবিবসহ আরও ৬/৭ জন যুবক নাঈমের সঙ্গে যোগ দেয়। নাঈম তাদের বন্ধু ও বিবাহের সাক্ষী বলে ওই তরুণীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। রাত সাড়ে ১১টার দিকে ওই তরুণীকে জাতীয় তিন নেতার মাজারের পেছনে আনসার ক্যাম্পের পাশে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গণধর্ষণ করা হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার তরুণী বাদী হয়ে নারী ও শিশু আইনে নাঈমকে প্রধান আসামি করে শাহীন, রুবেল, ইমরান, হাবিবসহ ৬/৭ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে, তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ