নতুন রূপে আসছে জিমেইল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ওয়েব জায়ান্ট গুগলের ইমেইল সেবা জিমেইলকে নতুনভাবে সাজানো হচ্ছে। এর ফলে নতুনভাবে যোগাযোগের সুযোগ পাবে ব্যবহারকারীরা। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
এক প্রতিবেদনে তারা জানিয়েছে, ২০০৪ সালের পর এবারই বড় পরিসরে জিমেইল ডিজাইন ও পরিচালনায় পরিবর্তন আনা হচ্ছে। কিন্তু পূর্ণাঙ্গ ডিজাইনটি আসার আগেই ইন্টারফেইসটির পরীক্ষামূলক সংস্করণের কয়েকটি স্ক্রিনশট ফাঁস হয়ে গেছে। প্রযুক্তি বিষয়ক সাইট গিক ডটকম সেগুলো প্রকাশও করেছে।
প্রকাশিত স্ক্রিনশট অনুসারে, জিমেইলের নতুন ইন্টারফেইস দেখতে অনেকটাই সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস ও ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট গুগল নাও-এর মতো হবে। দীর্ঘ ইমেইল সারি থেকে কাঙ্খিত ইমেইল খুঁজে বের করতে প্রাধান্য দেওয়া হচ্ছে গুগল সার্চের উপর। এমনকি স্লাইডিং মেনুর জন্যও নতুন ইন্টারফেইস থেকে সড়িয়ে নেওয়া হচ্ছে অগোছালো সাইডবার।
এ ছাড়াও ইন্টারফেইসের নিচের দিকের ডান পাশে নিয়ে যাওয়া হয়েছে মেইল কম্পোজ, সেটিং রিমাইন্ডার। আর ইন্টারফেইসের উপরের বাম কোনায় নিয়ে যাওয়া হয়েছে গুগল হ্যাংআউট। নতুন ইন্টারফেইসে গুরুত্বপূর্ণ ই-মেইল চিহ্নিত করার জন্য স্টারের বদলে ‘পিনস’ নিয়ে আসা হয়েছে। ইমেইল অন্য কোনো দিনে পড়ার জন্য ‘স্নুজ’ করে রাখার ব্যবস্থাও রাখা হয়েছে নতুন এ ডিজাইনে।
তবে নতুন জিমেইল ডিজাইন সম্পর্কে কোনো মন্তব্য জানাতে রাজি হয়নি গুগল।