বাবার আশঙ্কাই সত্যি হলো

jossor যশোররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ডিবি পুলিশের হাতে গ্রেফতার যশোর শহর শিবির সভাপতি জাহিদুল ইসলামকে ‘ক্রসফায়ারে’ না দেয়ার আকুতি জানিয়েছিলেন তার বাবা আবুল খায়ের। কিন্তু তার সেই আশঙ্কাই সত্যি হলো।
মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহিদুলের বাবা আশঙ্কা প্রকাশ করেছিলেন তার ছেলেকে পুলিশ ক্রসফায়ারে দিতে পারে। ওইদিন মধ্যরাতেই কথিত বন্দুকযুদ্ধে জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার ভোরে যশোর থেকে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনায় যাওয়ার পথে জাহিদুলকে গ্রেফতার করেন ডিবির এসআই আবুল খায়ের।
এরপর পুলিশের বিভিন্ন বিভাগে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে যশোর পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের সিনিয়র এএসপি রেশমা শারমিন মঙ্গলবার বিকালে জাহিদুলকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, শিবিরের শহর সভাপতি জাহিদুল ইসলাম ডিবি হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আবুল খায়ের নিজের আশংকা জানিয়ে বলেছিলেন, দেশের অবস্থা দেখে মনে হচ্ছে, পুলিশ আমার ছেলেকে ‘ক্রসফায়ারে’ দিতে পারে। গুমও হতে পারে আমার ছেলে। এ সময় কান্নাজড়িত কণ্ঠে আবুল খায়ের সাংবাদিকদের কাছে তার ছেলের জীবন বাঁচানোর জন্য কিছু করার অনুরোধ জানান।
এর আগে মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করে বলে হয়, শহরতলীর চূড়ামনকাটি এলাকা থেকে শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম নিখোঁজ হয়েছেন। সে সময় পুলিশের মুখপাত্র, ডিবির ওসি, কোতোয়ালি থানার ওসিসহ কেউই জাহিদুলকে গ্রেফতারের কথা স্বীকার করেননি।
এদিকে ডিবি পুলিশের এসআই আবুল খায়ের জানান, মঙ্গলবার রাতে শিবির নেতা জাহিদুলকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এসময় শিবির নেতা জাহিদুল ইসলামের ডান পায়ে গুলিবিদ্ধ হন। সেখান থেকে একটি শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার নূরুন্নবী জানান, মঙ্গলবার ফজরের নামাজ শেষে জাহিদুল ইসলাম সাংগঠনিক কাজে মোটরসাইকেল নিয়ে বাইরে বেরিয়েছিলেন। শহরতলীর চুরোমনকাটি এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
শিবির নেতা জাহিদুলের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনায়। লেখাপড়ার যশোর শহরে অবস্থান করতেন। যশোর সরকারি মাইকেল মধুসূদন দত্ত কলেজ (এমএম কলেজ) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জাহিদুল যশোর শহীদ মসিয়ূর রহমান আইন মহাবিদ্যালয়ে এলএলবি করছেন।
প্রসঙ্গত, গত দেড় মাসে যশোরে পুলিশের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতা আহত হয়েছেন। দিনের বেলা ধরে গভীর রাতে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়ে তাদের হাঁটুতে গুলি করা হয়েছে বলে আহতরা দাবি করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ