ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৩ স্টার সিনেপ্লেক্সে

ffবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইউরোপিয়ান ইউনিয়নের ১০টি দেশের মোট ১৬টি ছবি নিয়ে রোববার শুরু হয় ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৩ যা  ঢাকার স্টার সিনেপ্লেক্সে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর দূতাবাস এ উৎসবের আয়োজন করছে। আগামী ৪ জুন পর্যন্ত চলবে এ উৎসব।

 

প্রতিদিন দুটি ছবির চারটি শো দেখানো হবে উৎসবে। উদ্বোধনী দিনে বেলা ১১টা ও বিকাল ৪টায় নেদারল্যান্ডসের ছবি ‘দ্য সনি বয়’ এবং দুপুর ১টা ৪৫ ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ইতালির ছবি ‘দ্য সেকেন্ড ওয়েডিং নাইট’।

 

উৎসবে আরও অংশ নিচ্ছে নরওয়ের ছবি ‘দ্য স্নো কেভ ম্যান’ ও ‘দ্য অরেঞ্জ গার্ল’, স্পেনের ছবি ‘ইভেন দ্য রেইন’ ও ‘আরইসি এক্সপেরিয়েন্স দ্য ফিয়ার’, ব্রিটেনের ‘দ্য ব্লাইন্ডসাইট’, সুইজারল্যান্ডের ‘সিস্টার’, সুইডেনের ‘ইজি মানি’ ও ‘কপস’, জার্মান ছবি ‘ক্রাবাত’ ও ‘নিওকোলোন আনলিমিটেড’, ফ্রান্সের ‘দ্য ট্রিপলেটস অব বেলেভিল’ ও ‘গেমস অব লাভ অ্যান্ড চান্স’, ড্যানিশ ছবি ‘দিজ লাইফ’ ও ‘মেলানকোলিয়া’।

 

এ উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর দূতাবাস। প্রতিটি ছবি প্রদর্শনীর আগে এর টিকিট পাওয়া যাবে স্টার সিনেপ্লেক্সের টিকিট বুথে। প্রতিটি শোয়ের টিকিট মূল্য ন্যূনতম ২০০ টাকা। তবে একবারে ১৬টি ছবির টিকিট কেনা হলে তা পাওয়া যাবে ১ হাজার ৬০০ টাকায়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ