টেলিভিশন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

mirpur মিরপুররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মিরপুরের কালশী রোড়ে সাংবাদিক কলোনির একটি বাড়িতে টেলিভিশন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন জনের মধ্যে ব্যবসায়ী আরেফিন (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অপর দু’জন মনা (৩০) ও মিনারা (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পল্লবী থানার এসআই শহিদুল ইসলাম জানান, টেলিভিশন বিস্ফোরিত হয়ে কাপড় ব্যবসায়ী আরেফিনসহ (২৭), মনা (৩০) ও মিনারা (৩৫) নামে দুই হকার দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীণ অবস্থায় আরেফিনের মৃত্যু হয়।
নিহত আরেফিন ‘সাইক ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি কাপড়ের ব্যবসা করতেন। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মিন্টু মিয়ার ছেলে।
উল্লেখ্য, কলোনির ৫৩ নম্বর বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন আরেফিন। ব্যবসার কারণে মঙ্গলবার সকালে মিনারা বেগম ও মনোয়ার নামে দুই হকার কাপড় কিনতে তার বাসায় আসেন। এ সময় তার ঘরের টেলিভিশনটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তারা তিন জনই দগ্ধ হন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ