অপহরণের নাটক করে ধরা পড়লেন কেয়ারটেকার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মালিকের জমি দখল নিতে নিজের পরিবারের সদস্যদের লুকিয়ে রেখে অপহরণের নাটক সাজায় বাড়ির কেয়ারটেকার। বাড়ির মালিককে নানা হেনস্তা করার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকা থেকে ওই কেয়ারটেকারসহ তার পরিবারের সদস্যদের আটক করে ওয়ারী থানা পুলিশ। আটককৃতরা হলো- শাহিন হাওলাদার, তার শাশুড়ি আফরোজা খানম হেনা, স্ত্রী রাবেয়া সুলতানা, মেয়ে ফারজানা নাজ রিয়া, জামিলা সুলতানা ও ছেলে আল জামি।
স্থানীয় সূত্র জানায়, শাহিন ওয়ারী এলাকার পৌনে দুই কাঠার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছেন। ওই বাড়ির মালিক শামিম হাওলাদার। দেড়মাস আগে কেয়ারটেকার শাহিন তার ওই বাড়িটি দখলে নিতে একটি অপহরণের নাটক সাজায়। এর ধারাবাহিকতায় বাড়ির মালিক শামিম, মফিজুর রহমান তপন, জাকারিয়া, ইলিয়াস, আফসারসহ কয়কজনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। পরে এই নাটকীয় অপরণের তদন্তে নামে পুলিশ। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে কেয়ারটেকারের পরিবারের কেউ অপহরণ হয়নি। তারা ডেমরা এলাকার একটি ভাড়া বাসায় আত্মগোপনে রয়েছে।
পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় ডেমরার ওই বাসা থেকে তাদের আটক করা হয়। থানায় রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে ওয়ারীর ওই বাড়ির মালিক সূত্রে জানা গেছে, কেয়ারটেকার শাহিন বাড়িটি দখলে নিতে দলিল করেছিল। যা সিআইডির রিপোর্টে ভুয়া প্রমানিত হয়। তবে দীর্ঘদিন বাড়ির দায়িত্ব থাকার কারণে শাহিনকে নগদ ৫ লাখ টাকাও দেয়া হয়। যা তার পরিবারের সকলেই জানে। পরে বাড়িটি নিজের দখলে নিতে একটি অপহরণের নাটক সাজায়।
এই কাজে ওয়ারী এলাকায় দায়িত্বরত পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শাহিনকে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। বাড়ির মালিকরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে শাহিন ও তার পরবারের সদস্যদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।