তেভেজকে বাদ দিয়ে আর্জেন্টিনার প্রাথমিক দল
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কোচ সাবেলার প্রতি ক্ষোভ জানিয়ে কার্লোস তেভেজ বলেছিলেন, ‘সাবেলা মনে হয় সিরি এর খেলা দেখেন না। দেখলে আমাকে আর্জেন্টিনা জাতীয় দলে বাদ দিতে পারতেন না।’ এরপর তেভেজেকে বিশ্বকাপ দলে নেওয়ার জন্য রাস্তায় নেমেছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। কিন্তু কাজ হলো না তাতে। তেভেজকে বাদ দিয়েই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলেন সাবেলা।
ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমে তেভেজ নিজেও দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স। জুভেন্টাসের ইতালিয়ান লিগ শিরোপা জয়ের পেছনে রেখেছেন মুখ্য ভূমিকা। করেছেন ১৯টি গোল। তারপরও মন গলেনি সাবেলার। বিশ্বকাপ দল ঘোষণা করে অন্য একটা চমক অবশ্য দিয়েছেন আর্জেন্টিনার এই কোচ। বিশ্বকাপ দলে জায়গা দিয়েছেন ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিসকে। ২০১১ সালের নভেম্বরের পর এবারই প্রথম সাবেলার ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রধান শক্তির জায়গা হবে আক্রমণভাগ। এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির হাতেই উঠবে অধিনায়কত্বের বাহুবন্ধনী। তার সঙ্গে প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়াবেন গঞ্জালো হিগুয়েইন, সার্জিও অ্যাগুয়েরো, এজেকুয়েল লাভেজ্জিদের মতো তারকারা।
আর্জেন্টিনার ৩০ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, অগাস্টিন অরিয়ন
ডিফেন্ডার: পাবলো জাবালেতা, ফ্রেডরিকো ফার্নান্দেজ, এজেকুয়েল গ্যারে, মার্কোস রোজো, হুগো ক্যাম্পানারো, মার্টিন ডেমিচেলিস, হোসে বাসান্তা. নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো লোপেজ, গাব্রিয়েল মার্সেডো
মিডফিল্ডার: হাভিয়ের মাচেরানো, ফার্নান্দো গ্যাগো, লুকাস বিগলিয়া, এভার বানেগা, রিকার্ডো আলভারেজ, আগুস্তো ফার্নান্দেজ, হোসে সোসা, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যাক্সি রদ্রিগেজ, ফ্যাবিয়ান রিনাউদো, এনজো পেরেজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও অ্যাগুয়েরো, রদ্রিগের প্যালাসিও, এজেকুয়েল লাভেজ্জি, ফ্রাঙ্কো ডি সানতো।