বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কাঁচামালে শুল্ক হ্রাসের দাবি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কাঁচামালে শুল্ক হ্রাসের দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি এনায়েত হোসেন চৌধুরী বলেন, ‘বৈদ্যুতিক সুইচ, সকেট ও হোল্ডারসহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে আমদানি করা কাঁচামাল ব্যবহৃত হয়। এ কাঁচামালের শুল্ক হার কমাতে হবে।’
তিনি বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন দফতরে বারবার জানিয়েও আমরা কোনো সাড়া পাইনি।’
আসন্ন বাজেটে বিষয়টি বিবেচনা করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
দেশে ২০-২৫ কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জামের বাজার রয়েছে বলে এনায়েত হোসেন চৌধুরী জানান। তিনি বলেন, ‘এ বাজার ধরে রাখতে দেশিয় কারখানাগুলো টিকিয়ে রাখতে হবে। নয়তো প্রতিবেশি দেশ ভারত, নেপাল ও ভুটানের দখলে চলে যাবে। চীনে এর বাজার আরো ব্যাপক। তবে চীন এসব সরঞ্জাম উৎপাদন ছেড়ে আরো উন্নততর সরঞ্জাম উৎপাদন করছে। তাই চীনের বাজারও বাংলাদেশ প্রবেশ করতে পারে।’
সরকারের সুদৃষ্টি থাকলে বাংলাদেশের চাহিদা মিটিয়ে এসব বৈদ্যুতিক সরঞ্জাম রফতানিও করা যাবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সভাপতি মোশারেফ হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি শাহীন আহমেদ, সিনিয়র সভাপতি মো. আজিবুর রহমান এবং পরিচালক মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।