সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে আলটিমেটাম

dhaka reporters unity logo DRU ঢাকা রিপোর্টারস ইউনিটিসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাংবাদিক শিশির মোড়লের ওপর হামলাকারী চিকিৎসকদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরী বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে শুধু স্বাস্থ্যমন্ত্রণালয় নয়, প্রয়োজনে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনও ঘেরাও করা হবে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শিশির মোড়লসহ সাংবাদিকদের ওপর হামলাকারী চিকিৎসকদের শাস্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। শাহেদ চৌধুরী বলেন, স্বাস্থ্যমন্ত্রীর কোনো অনুষ্ঠান হলে তিনি সাংবাদিকদের ফোন দিয়ে বলেন, একটু ভালোভাবে কাভারেজ দিও। কিন্তু আজ সাংবাদিকরা হামলার শিকার হলেও তিনি এই পর্য ন্ত একবারও ফোন দেননি। তার এই নীরব ভূমিকার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। তিনি যদি এখনই এই হামলার বিচারের ব্যবস্থা না করেন তাহলে আমেরিকা থেকে আসলে প্রয়োজনে বিমানবন্দরেই তাকে ঘেরাও করা হবে। স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের পরই দেশের মেডিকেল হাসপাতালগুলোতে ডাক্তাররা আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ডাক্তাররা রোগীদের জিম্মি করে ব্যবসা করছে। কম শিক্ষিত হয়েও তারা নিজেদের প্যাডে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের সিল মেরে সাধারণ জনগণের কাছ থেকে ভুল চিকিৎসা দিয়ে অর্থ উপার্জন করছে। এসব অপকর্ম তুলে ধরলেই তারা সাংবাদিকদের ওপর হামলা করে। এ সময় সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক শিশির মোড়লসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলাকারী চিকিৎসকদের গ্রেফতার করা, শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সফিউল আযম, ওহাব, সাজ্জাদ, সুফিয়ানসহ হামলাকারী ডাক্তারদের সনদ বাতিল করা, হাসপাতাল ক্যাম্পাসে সাংবাদিক প্রবেশে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের বিধিনিষেধ প্রত্যাহার করা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের চিকিৎসা প্রদানে অপরাগতাকারী চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ডাক্তারদের ধর্মঘট ও কর্মবিরতির নামে চিকিৎসা বন্ধ রাখার বিরুদ্ধে আইন প্রনয়ন ও রোগীদের চিকিৎসা সুরক্ষায় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমাবেশ শেষে হামলাকারী ডাক্তারদের শাস্তির দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়া হয়। সংগঠনের সভাপতি তৌফিক মারুফের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এর সাবেক সভাপতি মনিরুজ্জামান উজ্জাল, সংগঠনের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সুমন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ