গাড়িতে কালো গ্লাস নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

High-Court-sm20130120092335সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গাড়িতে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া সরকারে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোর্শেদ এ রিট দায়ের করেন। আগামী রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকর্টে বেঞ্চে রিট আবেদনের উপর শুনানি হবে। রিটে গাড়িতে কালো গ্লাস নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত কার্যকরি করার উপর স্থিতাবস্থা আদেশ চাওয়া হয়েছে। এতে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার ও যুগ্ম কমিশনার (ট্রাফিক) ও স্বরাষ্ট্র ডেপুটি সচিবকে বিবাদী করা হয়েছে। গাড়িতে কাল গ্লাস নিষিদ্ধের বিষয়ে রিট আবেদনে দাবি করা হয়, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ (সংশোধিত) এর ৫৩ ধারা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশে এমন কোনো বিধান নেই, যার মাধ্যমে সরকার ওই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। গত ৩০ এপ্রিল গাড়িতে কালো, রঙিন, মার্কারি এবং অস্বচ্ছ কাচ ব্যবহার নিষিদ্ধ করে সরকার। তবে বিল্ট-ইন অবস্থায় উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকেই যেসব গাড়ির সামনের উইন্ডশিল্ড, দুই পাশের জানালা ও পেছনের কাঁচ কালো বা অস্বচ্ছ, সেগুলোর ব্যাপারে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই। সরকারের সিদ্ধান্ত শিথিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ৬ মে বিল্ট ইন গাড়ির ক্ষেত্রে ওই সিদ্ধান্ত প্রযোয্য নয় মর্মে সরকার সিদ্ধান্ত নেয়। এই বিষয়েও রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। রিট আবেদনে আরও বলা হয়, সরকারি গাড়িতে কালো গ্লাস ব্যবহারে কোনো বাধা নেই। কিন্তু অন্যান্য গাড়ির ক্ষেত্রে তা কার্যকরি হওয়ায় নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে।0 সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী ও একলাছ উদ্দিন ভূঁইয়ার পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ এই রিট আবেদনটি করেন। গাড়ির কালো গ্লাস সরিয়ে ফেলার জন্য ১০ মে পযন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল সরকার। পরের দিন ১১ মে থেকে কালো ও অস্বচ্ছ কাঁচের গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। একইসঙ্গে কালো গ্লাসের গাড়ি পাওয়া গেলে জরিমানাও আদায় করা হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ