বিচারের অপেক্ষায় ৫০ হাজার চোরাচালান মামলা
মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিচারের অপেক্ষায় থাকা প্রায় ৫০ হাজার মামলা দ্রুত নিষ্পত্তি করতে আইন মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে সরকার। জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক সুত্রে এতথ্য জানা গেছে।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভাপতিত্ব করেণ। বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব সি.কিউ. কে মুসতাক, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া আইন মন্ত্রণালয়, বিজিবি ও মাদক দ্রব্য অধিদপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, দীর্ঘদিন ধরে আদালতে চোরাচালান সংক্রান্ত বিচারাধীন ৪৯ হাজার ৫২৮টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে রয়েছে। সভায় এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে আইন মন্ত্রণালয়কে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
সভায় বলা হয়, ২০১৩ সালে নিষ্পত্তি হয়েছে মাত্র ২ হাজার মামলা। অপরদিকে মামলা করার বিষয়ে আগ্রহ থাকলেও মামলা নিষ্পত্তিতে তদন্ত কর্মকর্তার আগ্রহ থাকে না। আর মামলায় প্রয়োজনীয় সাক্ষীও থাকে না। এসব কারণে মামলা নিষ্পত্তির হার খুবই কম।
এ নিয়ে সভায় ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তদন্তাধীন মামলার বিষয়ে কর্মকর্তাদের প্রতি সংশ্লিষ্টদের সচেতনভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। সাক্ষীদের হাজির করার বিষয়ে নজর দেওয়ান কথাও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তদন্ত কর্মকর্তাদের রাষ্ট্র পক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে মামলা নিষ্পত্তির নির্দেশনা দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠক সুত্র জানায়, ২০১৩ সালে মামলা কম নিষ্পত্তির বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর সভায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থন করা হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয় রাজনৈতিক কারণে মামলা নিষ্পত্তি কম হয়েছে। বিগত ওই সময় রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে মামলার বিষয়টি পিছিয়ে পড়ে বলে জানানো হয়।