শামীম ওসমানের ঘনিষ্ঠ মতির বাড়িতে সিআইডির অভিযান

motiমনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ যুবলীগ নেতা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠজন মতিউর রহমান মতির বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে নিহত নজরুল ইসলামের স্ত্রীর এমন অভিযোগ আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির বাড়িতে এ অভিযান চালায় সিআইডি। বুধবার সন্ধ্যায় সিআইডির নারায়ণগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার এহসানউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি টিম সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় মতির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করতে পারেনি। এহসানউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, মতিকে আটকের জন্য অভিযানটি চালানো হয়। তাকে পাওয়া যায়নি। সন্দেহভাজন আরো অনেকের বাড়িতেই অভিযান চলবে। কারণ আলোচিত সাত হত্যাকাণ্ডের পর মতির বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ করেছিলেন নিহতের পরিবারের সদস্যরা। গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে দিনে দুপুরে অপহরণ করা হয়। অপহরণের পরদিন নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন, মতির বাড়ি থেকে দুটি মাইক্রোবাস বের হয়ে অপহরণ কাজে অংশ নেয়। অপহরণে মতির যোগসাজশ রয়েছে। তাকে ধরলে সব তথ্য বেরিয়ে আসবে। অপহরণের ঘটনার তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ৬ জনের মৃতদেহ। পঞ্চম দিনে ভেসে ওঠে আরও একজনের মৃতদেহ। ভেসে ওঠা মৃতদেহগুলোর সঙ্গে ইট বাঁধা ছিল। নিহতদের পরিবার, আমদজী ইপিজেড এলাকার লোকজন এবং ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ভেসে ওঠা মৃতদেহে যে ইট বাঁধা ছিল ওই ইটভাটা নারায়ণগঞ্জ বন্দর থানার মদনপুরের। ওই কারখানা থেকে মতি বিভিন্ন জায়গায় ইট সরবরাহ করেন। নিহত মনিরুজ্জামান স্বপনের স্ত্রী মোর্শেদা আকতার অভিযোগ করে বলেন, মতি তার স্বামীর ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিলেন। এরপরই অপহরণ শেষে হত্যার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মতিকে জিজ্ঞাসাবাদ করলে এ হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ