র্যাবে দ্রুত সংস্কার ও রাজনৈতিক কাজে ব্যবহার বন্ধের তাগিদ সুশীল সমাজের
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ র্যাবে দ্রুত সংস্কার ও রাজনৈতিক কাজে ব্যবহার বন্ধের তাগিদ দিয়েছেন দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, র্যাবের বিলুপ্তি নয়, দ্রুত সংস্কার জরুরী। একই সঙ্গে অনেক কাজে সাফল্যে লাভ করা এই বাহিনীকে উদ্দেশ্য পরিপন্থি কোন কাজে ব্যবহার না করার আহবান জানানো হয়। এ বিষয়ে র্যাবকেও সজাগ-সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট জনেরা।
নিউইয়ার্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াস’ এইচআরডাব্লিউ এর পাশাপাশি গত দু’দিন ধরে বিএনপি’র পক্ষ থেকেও ‘র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন’ র্যাবের বিলুপ্তির দাবি উত্থাপান করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এইচ আর ডাব্লিউ’র পক্ষ থেকে বুধবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে র্যাবের বিরুদ্ধে উত্থাপিত হওয়া সব অভিযোগ তদন্ত করার আহবান জানানো হয়েছে।
বিষয়টি বৃহস্পতিবার এবিসি নিউজ বিডি’র সঙ্গে কথা বলেছেন, টিআইবি ট্রাষ্টি বোর্ডের চেয়ারপার্সন সুলতানা কামাল, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও সাবেক মহা-পুলিশ পরিদর্শক এ এস এম শাহজাহান।
সুলতানা কামাল এবিসি নিউজ বিডিকে বলেন, ‘র্যাব নিয়ে অনেক কথা বলেছি, আন্তর্জাতিক পর্যায় থেকে বলা হচ্ছে। র্যাবের বিরুদ্ধে সব চেয়ে বেশি বিচার বহির্ভুত হত্যাকান্ডের অভিযোগ উত্থাপিত হচ্ছে। ক্ষমতাসীনরা এসবকে তোয়াক্কা করে না। আর সে কারণে যা হবার তাই হচ্ছে। র্যাবকে দিয়ে আপনি উদ্দেশ্য পরিপন্থি কাজ করাবেন, র্যাব কি নিজ স্বার্থে দু’একটি উদ্দেশ্য পরিপন্থি কাজ করবে না? আমি বলতে চাচ্ছি, আমি যখন অন্যায় কাজ করবো, তখন আমার সঙ্গে থাকা অন্যরাও অন্যায়-অপরাধ করতে উৎসাহিত হবে।’
সুলতানা কামাল আরো বলেন, ‘র্যাব বিলুপ্ত করা সমস্যার সমাধান নয়, দ্রুত এই বাহিনীর ভেতরে সংস্কার করতে হবে। র্যাবকে সম্পূর্ন রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে। এ বিষয়ে র্যাবকেও অনেকটা সজাগ-সচেতন থাকতে হবে।
বদিউল আলম মজুমদার এবিসি নিউজ বিডিকে বলেন, ‘র্যাব’ কি উদ্দেশ্যে গঠন করা হয়েছিল? আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে। বিষয়টি পরিস্কার। যে উদ্দেশ্যে র্যাব গঠন করা হয়েছিল সে উদ্দেশ্য থেকে সরে এসে রাজনৈতিক দমন-পীরন, গুম বিচার বহির্ভুত হত্যায় ব্যাবহার করা হলে, এমন অনাকাংখিত ঘটনা ঘটবে, এটা অ-স্বাভাবিক নয়।’
এ এস এম শাহজাহান এবিসি নিউজ বিডিকে বলেন, ‘র্যাবকে দিয়ে উদ্দেশ্য পরিপন্থি কাজ সরকার বন্ধ করুক, আমার বিশ্বাস র্যাব কখনোই আইন সিদ্ধ নয়, এমন কাজ করবে না বা উৎসাহিত হবে না। এ বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। র্যাব শুধু আইন-শৃঙ্খলার উন্নয়ন ও সন্ত্রাসী পাকরাও এর কাজ করবে। এমন হলেই দেশ-বিদেশ থেকে র্যাব বিলুপ্তর প্রশ্ন উত্থাপিত হবে না।’