কুতুবদিয়ায় পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু

kh00nরিপোর্টার, এবিসি নিউজ বিডি, কক্সবাজারঃ জেলার কুতুবদিয়া থানায় পুলিশ হেফাজতে আবুল কাসেম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। দ্বীপের আলোচিত লবণ ব্যবসায়ী আবু মুসা অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বুধবার কাসেমকে আটক করেছিল। পুলিশি নির্যাতনে কাসেমের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ভয় পেয়ে হয়তো হার্ট অ্যাটাক করতে পারেন।’ ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। এদিকে পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, লবণ ব্যবসায়ী মুসাকে কারা অপহরণ করেছে, কাসেম তা পুলিশকে বলে দেয়। পরে পুলিশ ওই অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে। অপহরণকারীরা পুলিশের সঙ্গে সমঝোতা করে। এর পর পুলিশ কাসেমের ওপর অনেক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল রাতে লেমশিখালী ইউনিয়নের লবণ ব্যবসায়ী আবু মুসাকে অপরহরণ করা হয়। এর পর প্রথমে ১০ লাখ ও পরে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় মুসার পরিবারের কাছে। প্রথমদিকে মুসার পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে এ তথ্য দিলেও পরে সাংবাদিকদের এড়িয়ে চলেন। এদিকে রহস্যজনক কারণে এ অপরহণের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলাও হয়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ