চুরির সময় সংসদে গণপূর্তের ২ কর্মী আটক

Parlament সংসদরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সংসদ ভবনের জরুরি মেডিকেল সেন্টারে চুরির সময় গণপূর্ত বিভাগের দুই কর্মীকে হাতেনাতে আটক করেছে নিরাপত্তা রক্ষীরা।

আটক রানা ও রমেশ সংসদ সচিবালয়ের গণপূর্ত বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন।

সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আমর্স সাদরুল আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মেডিকেল সেন্টারের দরজার মেটাল লক খুলে নেয়ার সময় দুজনকে আটক করা হয়।

“সংসদের ড্রাইভওয়েতে অবস্থিত জরুরি মেডিকেল সেন্টারের দরজার লক খোলার সময় কাছাকাছি দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা শব্দ শুনে এগিয়ে যান।

“সেখানে গিয়ে তারা রানা ও রমেশকে যন্ত্রপাতি দিয়ে দরজার লক খুলতে দেখে তাদের আটক করেন।”

জরুরি মেডিকেল সেন্টারটি শুধু সংসদ অধিবেশনের সময় খোলা থাকে বলে জানান তিনি।

সাদরুল জানান, বেশ কিছুদিন ধরে সংসদের এমপি হোস্টেলে চুরির অভিযোগ পাওয়ায় সেখানে আনসার মোতায়েন করা হয়েছে। এখন আর চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে না।

“ধারণা করা হচ্ছে চোরেরা এমপি হোস্টেলে সুবিধা করতে না পেরে মেডিকেল সেন্টারে চুরি করতে এসেছিল।”

আটক দুজনকে শেরে বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ