নূর হোসেনের সম্পত্তি ক্রোক
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নাসিক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারকে অপহরণ ও খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের অভিযানের সময় বাড়ি থেকে আট রাউন্ড গুলিসহ একটি রিভলবার, শর্টগানের আটটি কার্তুজ ও একটি হরিণের চামড়া উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়ায় নূর হোসেনের মালিকানাধীন ভবনে এ অভিযান চালানো হয়। স্থানীয় পাঁচ জন স্বাক্ষীর উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিনের নেতৃত্বে ৫০ সদস্যের একটি পুলিশ টিম এ ক্রোক অভিযান চালায়। পুরো ক্রোক অভিযানের তদারকি করেছেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এনডিসি আবুল কাশেম শাহীন। অভিযানের শুরুতে নিচ তলার কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। ইতোমধ্যে ওই ভবন থেকে মালামাল ক্রোক করে গেটের বাইরে নেওয়া হয়েছে। এর মধ্যে দু’টি এলসিডি টেলিভিশন, দুই সেট সোফা অন্যান্য আসবাবপত্রসহ বেশ কিছু মালামাল রয়েছে। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডলের এক আবেদনের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন এক আদেশে নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান আদেশের সত্যতা স্বীকার করেছেন।