মায়া পিরামিড ধ্বংস
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মধ্য আমেরিকার দেশ বেলিজে একটি সড়ক নির্মাণ প্রতিষ্ঠান প্রায় ২৩শ’ বছরের পুরোনো মায়া সভ্যতার বড় একটি পিরামিড ধ্বংস করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এটি ছিল মায়া সভ্যতার সময় নির্মিত সবচেয়ে বড় পিরামিডগুলোর অন্যতম। সড়ক নির্মাণ কাজের জন্য নুড়িপাথর সংগ্রহ করতে ‘নোহ মল টেম্পল’ এর অধিকাংশই বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে।
অবশিষ্ট আছে মাত্র কিছু অংশ; বেলিজিয়ান প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠানের প্রধান জেম এও একথা জানিয়েছেন। প্রাচীন সভ্যতা কেউ এভাবে ধ্বংস করতে পারে ভেবে বিস্ময় প্রকাশ করেছেন প্রত্নতত্ত্ববিদরা।
অবশ্য ২৩শ’ বছরের পুরোনো এ সভ্যতা ধ্বংসের ঘটনা বেলিজে এটিই প্রথম নয়।প্রত্নতত্ত্ববিদরা বলছেন, সড়ক নির্মাণের জন্য সেখানে অহরহই মায়া সভ্যতার পিরামিডগুলো ধ্বংস করা হচ্ছে।
এ ধ্বংসযজ্ঞের কারণে টিকে আছে এ সভ্যতার মাত্র ছোট ছোট কয়েকটি পিরামিড।মায়া সভ্যতার অনেক কীর্তিই ব্যক্তি মালিকানাধীন ভূমির ওপর দাঁড়িয়ে। তবে বেলিজের আইন অনুযায়ী তা সংরক্ষণের দায়িত্ব সরকারের।
প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক নোরমন্ড হাম্মন্ড বার্তা সংস্থা এপিকে বলেন, শ্রমিকরা কী করছে সে সম্পর্কে তারা আরো সতর্ক হতে পারত। প্রাচীন সভ্যতার এ ধ্বংস মেনে নেয়া যায় না।
“আর ঐতিহ্য সম্পর্কে কেউ সচেতন থাকবে না এটাও হতে পারে না”, বলেন তিনি।রাষ্ট্রীয় কৌঁসুলিরা কান্ডজ্ঞানহীন এ কাজের জন্য ওই সড়ক নির্মাণ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন।