২১ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদি

norendra modi নরেন্দ্র মোদিআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী ২১ মে বুধবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি।

শুক্রবার লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলে বিজেপি’র নিরঙ্কুশ ব্যবধানে জয় সুনিশ্চিত হয়ে গেছে।

এরই মধ্যে দলটির সিনিয়র নেতারা পার্লামেন্টারি সভা আয়োজনের জন্য শনিবারের দিনটি নির্ধারণের ব্যাপারে আলোচনা করছেন।

সেখানেই দলের পক্ষ থেকে মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

এ খবর দিয়েছে অনলাইন ইকনোমিক টাইমস।

সর্বশেষ পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, ৯৯টি আসনে বিজেপির নিশ্চিত বিজয়সহ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৩৯টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে আছে ৬৬ আসনে। দুইটিতে জয়সহ চার আসনে এগিয়ে আছে আম আদমি।

অন্যান্ন আঞ্চলিক দলগুলো এগিয়ে আছে ১৩৪টি আসনে।

লোকসভার মোট আসন ৫৪৩।

পশ্চিমবঙ্গে মমতার তৃণমূল কংগ্রেস ভালো করছে। দলটি এগিয়ে আছে ৩৩টি আসনে। সিপিএম একটি,,কংগ্রেস পাঁচটি ও বিজেপি তিনটি আসনে এগিয়ে আছে। এ রাজ্যে মোট আসন সংখ্যা ৪২টি।

৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত আটটি ধাপে ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে অংশ নেন আট হাজার ২৫১ জন প্রার্থী।

প্রায় ১২৭ কোটি জনসংখ্যার দেশে ৮১ কোটি ৪৫ লাখ ভোটারের মধ্যে ৬৬.৩৮ শতাংশ ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আর এ হিসাবে প্রাপ্ত ভোটের সংখ্যা প্রায় ৫৫ কোটি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ