ভারতের নতুন সরকারের সঙ্গেও সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারতে নতুন সরকার গঠিত হলেও বাংলাদেশের সঙ্গে বিরাজমান বন্ধুত্বের সর্ম্পক ইতিবাচক ধারায় প্রবাহিত হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, ভারতের নির্বাচন নিয়ে উল্লাসিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সেখানকার জনগণ তাদের সরকারে পরিবর্তন চেয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ম্যাধমে তাদের সরকার নির্বাচিত করেছে। তিনি বলেন, এটা সে দেশের জনগণের বিজয়। বিশাল গণতন্ত্রের বিজয়। নতুন সরকার গঠিত হলেও প্রতিবেশী দেশ হিসেবে বিরাজমান বন্ধুত্বের সর্ম্পক ইতিবাচক ধারায় প্রবাহিত হবে। ছাত্রলীগ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, যা হয়েছে যথেষ্ট হয়েছে। প্লিজ আমাদের আর ছোটো করো না। কতিপয় অপরাধ করলে তাদের দায়ভার আমরা নেব না। তাদের বিষয়ে কঠোর হতে হবে। ছাত্রলীগ যাতে আর খারাপ খবরের শিরোনাম না হয়। ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম প্রমুখ।