ম্যারাডোনার সাথে তুলনায় রাজি নন মেসি
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কিছুদিন আগে এক সাক্ষাতকারে সরাসরি না হলেও ঘুরিয়ে লিওনেল মেসি বলেছেন, ‘এমন অনেক কিংবদন্তি রয়েছেন যারা বিশ্বকাপ জেতেননি।’ সমালোচকদের মুখ বন্ধের জন্য ভালো যুক্তি। নাকি আসন্ন বিশ্বকাপে খারাপ ফল হওয়ার আগেই যুক্তি সাজিয়ে রাখছেন মেসি। মেসি স্বয়ং জানেন, বিশ্বকাপ জিততে না-পারলে, সারাজীবন আক্ষেপ বয়ে বেড়াতে হবে। আর্জেন্টিনার খেলোয়াড় হওয়ায় অনেকেই মেসির সঙ্গে ম্যারাডোনার তুলনা করেন৷ মেসির বাঁ পায়ে খুঁজে পান ম্যারাডোনাকে। বিশ্বকাপের আগেই মেসি বলেন, ম্যারাডোনার সঙ্গে তার তুলনার সময় এখনও আসেনি। মেসি স্বীকার করে বলেন, ‘ম্যারাডোনার সঙ্গে তুলনাটা আমার কাছে বড় প্রাপ্তির।’ আর্জেন্টিনার হয়ে ম্যারাডোনা অনেক কিছু করেছেন। মেসি বলেন, ‘আর আমি মনে করি বিশ্বকাপ জিততে না- পারলে কোনো খেলোয়াড়কেই সত্যিকারের কিংবদন্তি বলা যায় না।’ ১৯৮৬ বিশ্বকাপ মাতিয়েছিলেন ম্যারাডোনা। একাই দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। মেসি এখনও দেশকে বিশ্বকাপ এনে দিতে পারেননি। এবার কি তিনি পারবেন? মেসি বলেন, ‘আশা করি পারব। তার আগ পর্যন্ত আমাকে সেরা না বলাই ভালো।’ বার্সেলোনার হয়ে ফুল ফোটান মেসি। কিন্তু দেশের হয়ে নামলে সেরা ফর্মে ধরা দেন না আর্জেন্টিনার অধিনায়ক। ব্রাজিলে ফুটবল সম্রাটের দেশে কি অন্য মেসিকে দেখা যাবে? উত্তর দেবে ব্রাজিল বিশ্বকাপ।