আমেরিকার শর্তের কারণে ঢাকা-নিউইয়র্ক বিমান ফ্লাইট চালু হচ্ছে না

NewYork Planeএবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুক্তরাষ্ট্র সফরররত জাসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মঈনুদ্দীন খান বাদল এমপি বলেছেন, বর্তমান সরকার সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় ৫ জানুয়ারি যে নির্বাচন করেছে, সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম যে এমপিরা নির্বাচিত হন, তাদের মধ্যে আমি একজন। সে কারণে অনেকেই আমাকে ভুয়া এমপি বলেন, আপনারাও আমাকে ভুয়া এমপি বলতে পারেন। গত ৪ মে এস্টোরিয়ার সুন্দরবন রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র জাসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র জাসদের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম জিকুর পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি এবং জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মুসাব্বির, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংবাদিক নিনি ওয়াহেদ প্রমুখ।

সভার শুরুতেই জাসদের প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হক হেলাল এবং প্রবাসের বিশিষ্ট মানবধিার নেতা রতন বড়–য়ার মৃত্যুতে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সিহাব উদ্দিন। এছাড়াও মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ও শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, মানুল কোরেশী, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নাজমুল ইসলাম চৌধুরী, জাসদের সাংগঠনিক সম্পাদক শাহ আলম খান শাহান, হেলাল মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, কাদের বখত, মনসুর আহমেদ প্রমুখ।

মঈনুদ্দীন খান বাদল বলেন, বাংলাদেশ এগুচ্ছে, বাংলাদেশ ইজ ইন ভেরি মাচ অন ট্র্যাক। বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধ হচ্ছে- এটা হাসিনা বা খালেদার কাছে শুনতে হবে না। এই কথা বিশ্ব বলছে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি আরো বলেন, বাংলাদেশে এখন ১৭ কোটি মানুষ। এই ১৭ কোটি মানুষের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা করতে হয়। তিন বেলা খাবারের ব্যবস্থা করা এটা চাট্টিখানি কথা নয়। এর জন্য নৌকার হাল ঠিক মত ধরতে হবে। প্রধানমন্ত্রী যদি নৌকার হাল ঠিক মত না ধরেন, তাহলে নৌকা গন্তব্য হারিয়ে ফেলবে। তিনি বলেন, আমাদের জিডিপি গ্রোথ প্রায় ৬% এর কাছাকাছি। পৃথিবীতে মাত্র ৫টি দেশ রয়েছে যাদের জিডিপি গ্রোথ ৬% এর উপরে। আমাদের এই সমৃদ্ধি অনেকের চক্ষুশুলের কারণ।

তিনি নিউইয়র্ক-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করার বিষয়ে বলেন, আমরা প্রবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম এই রুটে বিমান চলবে এবং বিভিন্ন তারিখও ঘোষণা করেছিলাম। কিন্তু আমরা এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারি নাই। আমেরিকার সিভিল এভিয়েশন আমাদের শর্ত দিল ডিসি টেন তারা অ্যালাউ করবে না, তাই আমরা আমেরিকার কাছ থেকে ২.১ বিলিয়ন ডলার দিয়ে অত্যাধুনিক বিমান ৭৭৭ থ্রি হানড্রেড কিনি। এখন নতুন শর্ত দিচ্ছে আমাদের সিভিল এভিয়েশন ক্যাটাগরি টু। আমরা তাদের বলছি এই ক্যাটাগরিতে তো আরো বিমান জেএফকেতে আসছে। আমাদের কেন দেবে না? কোন উত্তর নেই। একটির পর একটি শর্ত দিয়ে যাচ্ছে। তারা আমাদের যেসব শর্ত দিয়েছিলো তার মধ্যে আমরা ৮টি পূরণ করেছি। তারা যাত্রীদের সিকিউরিটি চেকের কথা বলছে। যে স্টাইলে যাত্রী চেকের কথা বলছে সেটা আমাদের দেশে সম্ভব নয়। এ ব্যাপারে তিনি দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশীদের সম্মিলিতভাবে আমেরিকা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান।

তিনি যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বলেন, যারা আমাদের মায়ের, আমার বোনের সতীত্ব হরণ করেছে, মানুষ মেরেছে, আমাদের স্বাধীনতা চায়নি, তাদের সাথে কোন আপোষ নেই।আমরা নরপশু নই যে জামাতের গলা টিপে ধরতে চাই, আমরা জাতিকে কলংকমুক্ত করতে চাই।

তিনি আরো বলেন, তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপিকে জামাত ছাড়তে হবে। পায়ে গ্যাঙগ্রিন হলে তা কেটে ফেলতে হয়। সেই কাজটি বিএনপিকে করতে হবে। তিনি বলেন, আমরা অবশ্যই একটি শক্তিশালী বিরোধী দল চাই। শক্তিশালী বিরোধী দল থাকলে সরকার একচ্ছত্রভাবে বা নিজের ইচ্ছেমত কিছু করতে পারে না। তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় ভুল হয়েছে নির্বাচনে না আসা। নির্বচনে এলে ঐ পরিস্থিতিতে বিএনপি ১০০টির মতো আসন পেত। হরতাল করা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু নাগরিক হিসেবে আমারও রাস্তায় চলার, কাজে যাবার,বাস চালাবার অধিকার আছে। আপনি যে রকম আচরণ করবেন সরকারও সেইরকম আচরণ করবে।

তিনি প্রসাশনকে দলীয়করণের সমালোচনা করে বলেন, প্রশাসনকে দলীয়করণ করা কোনভাবেই কাম্য নয়। প্রশাসনকে দলীয়মুক্ত করতে হবে। তিনি নারায়ণগঞ্জের গুম-খুনের ঘটনা সম্পর্কে বলেন, এই ঘটনার দায়িত্ব সরকারকেই নিতে হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ