নিজেকে জনগণের মজদুর বললেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ লোকসভা নির্বাচনের জয়ের পর ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে ‘জনগণের মজদুর’ আখ্যা দিয়ে বলেছেন, তার সরকার সবাইকে সঙ্গে নেবে। তিনি বলেন, সরকার দেশের সব মানুষের। কাশ্মির থেকে কন্যাকুমারী, কুচ থেকে কামরুপ সবার। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় মোদি বলেন, এই দেশের সব মানুষই আমাদের। সবাইকে সঙ্গে নেয়া আমাদের দায়িত্ব।সরকার মাত্র কয়েকজন মানুষের হতে পারে না। আমাদের লক্ষ্য হবে, সবার উন্নয়ন। হিন্দিতে বক্তৃতা দেয়ার সময় ‘মোদি , মোদি’ স্লোগান উঠছিল। তিনি অনেককে থামানও। কংগ্রেসের উদ্দেশে স্পষ্ট এক বার্তায় মোদি বলেন, এখন দেশের সাধারন নির্বাচনে সবচে তিক্ত লড়াইয়ের অবসান হয়েছে। রাজনীতিতে কোনো শত্রু নেই। নিজেকে জনগণের ‘এক নম্বর মজদুর’ আখ্যা দিয়ে তিনি বলেন, আগামী ৬০ মাসে দেশ আমার মত একজনও মজদুর পাবে না। বিজেপির বিপুল জয়ের প্রসঙ্গ উল্লেখ করে গুজরাটের মুখ্যমন্ত্রী মোদি বলেন, ভারতের জনগণের কাছে আমি খুবই কৃতঞ্জ। ভারত প্রথমবারের মত দেশের স্বাধীনতার পর জন্ম নেয়া একজন নেতার নেতৃত্ব পাবে বলেও মন্তব্য করেন মোদি। গুজরাটের বডোদরায় রেকর্ড সংখ্যক ভোটে বিজেপি জয়ী হওয়ায় মোদি সেখানেই প্রথম বক্তব্য রাখেন। বড়োদরায় খুব বেশি প্রচারাভিযান না চালিয়েও ৫ লাখের বেশি ভোটে জয় পেয়েছেন বলে জানান তিনি। তার কথায়, নির্বাচনের ইতিহাসে সাধারন নির্বাচনে এমনটি কখনো ঘটেনি। আমি উপ-নির্বাচনের কথা বলছি না। গুজরাটে ২৬ টি আসনেই বিজেপি জয়লাভ করে রেকর্ড গড়েছে।