আবারও উদ্ধার কাজ শুরু, লাশ উদ্ধার ৪৭

lonch munshigonjরিপোর্টার, এবিসি নিউজ বিডি, মুন্সিগঞ্জঃ নিখোঁজদের স্বজন, মুন্সীগঞ্জ-৩ আসনের সরকার দলীয় এমপি ও জেলা প্রশাসনের আপত্তির মুখে সোয়া এক ঘণ্টা পর আবারো উদ্ধার কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। শনিবার সকাল সোয়া ১০টার দিকে বিআইডব্লিউটিএ আবারও উদ্ধার কাজ শুরুর ঘোষণা দিলে নিখোঁজ যাত্রীদের স্বজনরা হাততালি দিয়ে স্বাগত জানান। এ দিকে এখন পর্যন্ত ৪৭ জনের লাশ উদ্ধার করা হযেছে। স্থানীয় সূত্র জানায়, এখনও অনেক যাত্রীর সন্ধান পাওয়া যায়নি। স্বজনরা তাদের সন্ধানে গত তিনদিন ধরে মেঘনার পাড়ে চষে বেড়ালেও সন্ধান পায়নি স্বজনদের। স্থানীয় প্রশাসন ও পুলিশও নিখোঁজ থাকার সত্যতা খুঁজে পায়। বিষয়টি গুরুত্ব দিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক মৃনাল কান্তি দাস ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. সামছুজ্জোহ খন্দকারের সঙ্গে আলোচনা করেন এবং নিখোঁজ যাত্রীদের খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চালাতে বললে অবশেষে সমাপ্ত ঘোষণা দেওয়ার সোয়া এক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নিয়েছে বিআইডব্লিউটিএ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ