র্যাবকে রক্ষী বাহিনীতে পরিণত করেছে সরকার : রিজভী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘বিএনপিকে বিলুপ্ত করতে সরকার পরিকল্পিতভাবে এলিট ফোর্স র্যাবকে ব্যবহার করছে। অতীতে র্যাবের সুনাম থাকলেও এখন র্যাবকে রক্ষী বাহিনীতে রুপান্তর করা হয়েছে। সেজন্য এর বিলুপ্ত ছাড়া বিকল্প নেই।’ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার সুষ্ঠু বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করে বিএনপির এ নেতা বলেন, ‘তদন্ত থেকে শুরু করে অভিযুক্তদের গ্রেফতার পর্যন্ত যেভাবে দীর্ঘসূত্রিতা এবং ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে তাতে এ ঘটনার বিচার নিয়ে সংশয় প্রকাশ করা অমুলক নয়।’ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষীরা নিশ্চিন্তে নির্বিঘ্নে সাক্ষী দিতে ভয় পাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘নারায়ণগঞ্জ ঘটনার পর মানুষের আশা ছিলো দেশব্যাপি খুন, গুম, অপহরণ থেমে যাবে। কিন্তু খুন-গুম থেমে নেই, বরং বেড়েই চলেছে। তাই নদী-নালা, মাঠে-ঘাটে, খাল-বিলে লাশ ভেসে উঠছে।’ র্যাবকে নয়, বিএনপি বিলুপ্ত করতে হবে-আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষন করা হলে রিজভী বলেন, ‘সেলিমরা নিজেদের জমিদার মনে করে। এইজন্য ক্ষমতার মোহে বেসামাল হয়ে উলট-পালট কথা বলছে।’ তিনি বলেন, ‘আওয়ামী রুদ্রশাসনের ভয়ঙ্কর শৃঙ্খল থেকে দেশবাসীকে এখনই মুক্ত করতে না পারলে গোটা দেশ তলিয়ে যাবে। সেজন্য সকল গণতান্ত্রিক শক্তিকে আন্দোলনে বহ্নিতাপে সরকারের পতন ঘটাতে হবে।’