বিসিবির টিভি স্বত্ব বিক্রিতে ক্ষতি ২৯ মিলিয়ন ডলার !
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২০০০ সালে ছয় বছর মেয়াদে ১১.৭৫ মিলিয়ন আর ২০০৬ সালে একই মেয়াদে টিভি সম্প্রচার স্বত্ব ৫৬.৭৭ মিলিয়ন ডলারে বিক্রি করেছিল বিসিবি। অথচ এবার অন্তত ৪৯ মিলিয়ন ডলারের বদলে গাজী টিভির কাছে ছয় বছরের মেয়াদে মাত্র ২০ মিলিয়ন ডলারে টিভি স্বত্ব বিক্রি করেছে বিসিবি! অর্থাৎ ক্ষতি ২৯ মিলিয়ন ডলার। ক্রিকেট সম্প্রচার থেকে আয়ের সবচেয়ে বড় উৎস ভারতের সিরিজ। জুনেরটিসহ পরবর্তী ছয় বছরে দুইবার বাংলাদেশ সফর করবে দলটি। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে খেলবে মোট সাতটি ম্যাচ, যার বাজার মূল্য স্টার টিভির কাছে ৫৫ মিলিয়ন ডলার! হ্যাঁ, এমন শর্তেই ২০১২ সালে ছয় বছরের জন্য ভারতের মাটিতে অনুষ্ঠেয় ক্রিকেট সম্প্রচারের স্বত্ব কিনেছে স্টার টিভি এবং সফলভাবে ব্যবসাও করছে রুপার্ট মারডকের প্রতিষ্ঠানটি। এটা ঠিক যে ভারত-অস্ট্রেলিয়ার মতো মূল্যবান নয় বাংলাদেশ-ভারত সিরিজ। তবু আকর্ষণের ব্যবধান কোনোভাবেই অর্ধেক নয়। সেই অর্ধেক ধরলেও ভারতের দুটি সিরিজ থেকেই ২২.৫ মিলিয়ন ডলার পাওয়ার কথা বিসিবির। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও লাভ নিশ্চিত। আর গত তিনটি হোম সিরিজ থেকে বিসিবিও জেনেছে যে, কোনো সিরিজই আর্থিকভাবে ক্ষতিকর নয়। সব মিলিয়ে অঙ্কটা নিদেনপক্ষে ৪৯ মিলিয়ন হতেই পারত। বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য গাজী গোলাম মোর্তজার সংশ্লিষ্টতা রয়েছে গাজী টিভির সঙ্গে। এজন্যই কি পানির দরে সম্প্রচার স্বত্ব পেয়ে গেল গাজী টিভি?