গণতন্ত্র বিপন্ন হয়ে যাচ্ছে: আকবর আলি
ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, “বাংলাদেশের গণতন্ত্র ক্রমশ বিপন্ন হয়ে যাচ্ছে। সঠিক গণতন্ত্র ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।”
শনিবার জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর স্ট্যাটেজি অ্যান্ড পিস স্টাডিজ (সিএসপি) আয়োজিত ‘সমকালীন বাংলাদেশের রাজনীতি-প্রধান সংকট এবং উত্তরণ’শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
আকবর আলি খান বলেন, “বাংলাদেশের আজকে সমস্যা হলো গণতন্ত্রের সমস্যা। বাংলাদেশে গণতন্ত্র ক্রমেই বিপন্ন হয়ে যাচ্ছে। এ অবস্থা কোনোভাবেই কাম্য নয়। এটা আমাদের জন্য দুঃখ জনক।”
তিনি বলেন, “এদেশের স্বাধীনতা এমনে এমনে আসেনি। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে হয়েছে।”
আকবর আলি বলেন, “গণতন্ত্র ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত করা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে সব ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা করতে হবে।”
তিনি বলেন, “এদেশের শাসন ক্ষমতা এককেন্দ্রিক হয়ে আছে। রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীভূত শাসনব্যবস্থা আমাদের জন্য বড় ব্যর্থতা। গণতন্ত্রের সঠিক চর্চার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা বাড়ানো উচিত। এছাড়া দেশের প্রান্তিক জনগণের জন্য গণতন্ত্র দরকার।”
তত্ত্ববধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, “স্বল্পমেয়াদে নির্বাচন নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এজন্য আমি ইতিপূর্বে চারটি ফর্মূলা দিয়েছিলাম। যার নাম দিয়েছিলাম নির্দলীয় নির্বাচনকালীন সরকার।”
আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “আমার দেয়া পদ্ধতি বাস্তবায়ন করতে আইনগত কোনো বাধা নেই। বাধা শুধু রাজনৈতিক দলের সদিচ্ছার।”
নির্বাচনকালীন একটি গ্রহণযোগ্য সরকারব্যবস্থা প্রণয়ন করতে পারলেই দেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলেও মন্তব্য করেন আকবর আলি।
বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার বলেন, “সংবিধানে বর্তমান সংশোধনীর ফলে বাংলাদেশ বলে আদৌ কোনো দেশ আছে কিনা আমার সন্দেহ আছে।”
তিনি বলেন, “নির্বাচন মানেই গণতন্ত্র নয়। রাষ্ট্র যখন নাগরিকদের অধিকার ক্ষুণ্ন করে তাহলে তাদের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে উৎখাত করাই হলো গণতন্ত্র।”
সংগঠনের চেয়ারম্যান শাহ্ আব্দুর হান্নানের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, সাবেক সচিব এসএম জাহরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হায়দার আলী, অ্যাডভোকেট ফেরদৌস আক্তার ওয়াহীদা প্রমুখ।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসান মোহাম্মদ।