গাজীপুরে অপহৃত ব্যবসায়ী শেরপুরে উদ্ধার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মহানগরের চান্দনা-চৌরাস্তা থেকে অপহরণের দু’দিন পর শনিবার ভোরে শেরপুর জেলার এক চর থেকে ব্যবসায়ী সুমন মিয়াকে (২৮) উদ্ধার করেছে পুলিশ। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বালিয়াপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে। সুমন বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বাড়ি যাওয়ার উদ্দেশে পায়ে হেটে চান্দনা চৌরাস্তা মোড়ে পৌঁছলে এক ব্যাক্তি এসে করমর্দন ও কোলাকুলি করে। এরপরই জ্ঞান হারিয়ে ফেলি। সন্ধ্যায় জ্ঞান ফিরলে অপহরণকারীরা মুক্তিপণের দাবিতে আমাকে চাপ দেয়।’ অপহৃত সুমনের ভাই মিজান বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুমনের মোবাইল ফোন থেকে আমার ফোনে কল আসে। এ সময় সুমনকে অপহরণের খবর জানিয়ে তারা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ওই রাতেই জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি।’ জয়দেবপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, মোবাইল ট্র্যাকিং করে শনিবার ভোরে শেরপুর জেলা সদরের মোকসেদপুর নয়াপাড়ায় ব্রক্ষ্মপুত্র নদীর চরে অভিযান চালিয়ে একটি ছাপড়া ঘর থেকে অপহৃত সুমনকে উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি। প্রসঙ্গত, গাজীপুর মহানগরের মালেকের বাড়ি পুকুর পাড় এলাকায় সুমন মিয়া ‘সুমন ভ্যারাইটি স্টোর’ নামের দোকানে ব্যবসা করেন।