সাগর-রুনি ফ্ল্যাটের জিনিসপত্র সোমবার ফিরিয়ে দিচ্ছে র্যাব
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির ফ্ল্যাটের ব্যবহার্য জিনিসপত্র দীর্ঘ দুই বছর তিন মাস সাত দিন তালাবদ্ধ থাকার পর শেষপর্যন্ত সোমবার পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছে র্যাব। সাংবাদিক দম্পতি মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির এই ফ্ল্যাটটি ভাড়া করা ছিলো। শনিবার রাতে র্যাব দফতর সুত্র এই তথ্য প্রাইমনিউজ.কম.বিডিকে নিশ্চিত করেছেন। পশ্চিম রাজাবাজারের ৫৮/এ/২, শাহজালাল ডেভেলপার কোম্পানীর রশিদ লজ এ্যাপার্টমেন্টের ৫ তলার এ-৪ ফ্ল্যাটে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারী এই সাংবাদিক দম্পতি খুন। এরপর থেকে ঐ ফ্ল্যাটটি মামলার তদন্তের স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীর জিম্মায় ছিলো। ফ্ল্যাটের মালিক সাজ্জাদ হোসেন এ ঘটনার পর থেকে ভাড়াও পেতেন না। ঘটনার পর থেকে শেরেবাংলানগর থানা পুলিশ মামলাটির তদন্ত কাজ শুরু করে। পরবর্তীতে তা ঢাকা মেট্রাপলিটন গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর হয়। তদন্তে গাফিলতির অভিযোগ উঠার পর উচ্চ আদালত এক আদেশে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) তদন্তের দায়িত্ব দেয়। র্যাব তদন্ত কাজ বিলম্ব করায় সাংবাদিকসহ বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে র্যাব তদন্তের নামে কালক্ষেপন করছে। কেননা এখন পর্যন্ত র্যাব আলোচিত দম্পতি হত্যা মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। যার কারণে সাংবাদিক হত্যাকান্ডের বিচার দাবী করে নিয়মিত আন্দোলন করে যাচ্ছে।