নারায়ণগঞ্জ আদালতে নেয়া হচ্ছে রানাকে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় গ্রেফতারকৃত চাকরিচ্যুত র্যাব কর্মকর্তা লে. কমান্ডার এমএম রানাকে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে তাকে রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। শনিবার গভীর রাতে গ্রেফতারের পর রাতেই রানাকে নারায়ণগঞ্জে এনে পুলিশ লাইনে রাখা হয়। সেখান থেকে তাকে রোববার দুপুরে কড়া পুলিশি পাহারায় আদালতে আনা হবে। শনিবার গভীর রাত দেড়টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে রানাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, গোপন সংবাদে নৌ-বাহিনীর চাকরিচ্যুত ও র্যাব-১১ এর সাবেক প্রধান লে. কমান্ডার রানাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে রাতেই নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। তাকে মাসদাইরে জেলা পুলিশ লাইনে রাখা হয়েছে। এর আগে শনিবার ভোরে ওই এলাকা থেকে একই ঘটনায় অভিযুক্ত র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদেরকে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ৫ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ করা হয়। গত ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়।